Testimonials

Patients Review

I am alive today because of the competencies of the team at NCRI. My oncology physician is an exceptionally well-informed individual who stays on top of current research and continues to keep my personal situation in mind. The oncology nurses are not only exceptional professionals but also sensitive, caring individuals who give information and encouragement. 

জীবন ফিরে পেয়ে বুঝেছি

ভগবান কোথা আছে,

মন্দিরে নয় মসজিদে নয়

আছেন আমার কাছে।

ডাক্তার আর সব সহকারীর

সেবা, ভালোবাসা দিয়ে,

মৃত্যুর মুখ থেকে আমাকে

এনেছে জীবনে ফিরিয়ে।

আজ তাই আমি জীবন-চেতনে

স্মরি তাহাদের দান,

তারাই আমার পরমপিতা

তাঁরাই ভগবান ।।

আমি সমর্পিতা পাল , দুর্গাপুরে এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। ২০২০ তে আমার মা ও বাবা ২ জনেই মারা যান। 
শারীরিক অসুস্থতা নিয়ে কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে গিয়ে জানতে পারি  আমার acute myeloid leukemia রয়েছে। 
কিন্তু ওখানে অত খরচা করে চিকিৎসা করানোর সামর্থ্য আমার ছিলো না , আমি কোনো রোজগার করি না। ওখান থেকেই খবর পাই এই নেতাজী সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটালের। তারপর এখানে এসে এরা আমাকে impact guru - এর সহায়তায় fund জোগাড় করিয়ে চিকিৎসা করায়।
আজ আমি সুস্থ। এই হসপিটাল এখন আমার পরিবারের মতো, ডক্টর তন্ময় মণ্ডল এবং নিবেদিতা সেন সব সময় আমাকে সাহায্য করেছেন। এই হসপিটালের সকলের কাছে আমি কৃতজ্ঞ। 
অসংখ্য ধন্যবাদ সকলকে।